আওয়ামী লীগ সরকার পতনের পর রূপসা উপজেলার বিভিন্ন এলাকার বেশকিছু পরিবারের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট ও এক মেধাবী শিক্ষার্থীর জীবনের অর্জিত সকল সার্টিফিকেটে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার আরও ঘটনা।
রামনগর ও রহিমনগরের সুযোগ সন্ধানী একটি কুচক্রী মহল (৫ আগষ্ট) সরকার পতনের পর পর-ই উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা ও খুলনা জেনারেল পোষ্ট অফিস (জিপিও) অবসরপ্রাপ্ত মেইল ক্যারিয়ার মো. নুরুল ইসলাম খানের বাড়ি-ঘর ভাংচুর করে ফ্রিজ, টিভি ও স্বর্ণ সহ বিভিন্ন সকল মালামাল যে যার মতো পারছে লুটপাট করে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সেই সাথে ছোট ভাই সিরাজ খানের বাড়ি ভাংচুর করে লুটপাট করে এবং তার ছেলে মামুন খানের বাড়িও আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
নগদ ৪৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ সহ আনুমানিক ৮-১০ লাখ টাকার দামি মালামাল লুটপাট করে।
এমনকি এই পরিবারের খুলনার বয়রা সরকারি মহিলা কলেজের একজন মেধাবী এম.এ পাশ করা শিক্ষার্থী নূরজাহান আক্তারের সারাজিবনের অর্জিত সকল সার্টিফিকেটও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এর আগে এদের অত্যাচারের শিকার হয়ে ভুক্তভোগী পরিবার দীর্ঘ দুই মাস বাড়িঘর ছেড়ে দেওয়ার পরও তারা এখনও ক্ষান্ত হয়নি।
সর্বশেষ সরকার পতনের পর ওইদিন এ অপৃতিকর ঘটনা ঘটিয়েছে তারা। এই নিয়ে মোট তিন দফায় হামলার চালানো হয়। এই অত্যাচারীদের কারণে তাদের ঘরের শুধু মাটি টুকু ছাড়া আর কিচ্ছুই নেই বলে ভুক্তভোগীরা এসব কথা জানিয়েছেন।
অপরদিকে পূর্বের ছোটখাটো শত্রুতার জের ধরে একইভাবে এলাকার অন্যান্য সুযোগ সন্ধানীদের দ্বারা হামলা ভাংচুর এবং লুটপাটের শিকার হয়েছে রামনগর এলাকার ডিস ব্যবসায়ী মো. রকিবুজ্জামান খান রুমির বাড়ির গেট ও জানালার থাই গ্লাস কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে, আবদুস সালামের বাড়ি ভাংচুর, রুমিছা বেগমের বাড়ির কারেন্টের ৩টি মিটার, জানালার থাই গ্লাস, চায়ের দোকান কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ভাংচুর। সেলিম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে মালামাল লুটপাট করে, পূর্ব রূপসা বাজারের ভাঙাড়ী ব্যবসায়ী সৈয়দ আরিফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ও বাহির থেকে মালামাল লুট করা হয়।
ভাঙাড়ি ব্যবসায়ী দিনারের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করে। ব্যাংকের মোড়ের আবু আহাদ হাফিজ বাবু'র বাড়ির জানালা ভাংচুর, বাগমার সিএন্ডবি কলোনির ব্যবসায়ী মঈন উদ্দিন মোহলের বাড়ি ভাংচুর ও লুটপাট করে নেওয়া হয়।
এছাড়া রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় এধরনের আরও এ ধরনের কর্মকা- অনেক ঘটার অভিযোগ রয়েছে।
যার কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্ক অব্যাহত রয়েছে।