নোয়াখালীর- ৬( হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে বৃহস্পতিবার আরো একটি মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ জনের নাম উল্লেখ সহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি সহ ৪৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তমরদ্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ক্ষিরোদিয়া গ্রামের বাসিন্দা ও তমরদ্দি বাজারের শ্রমিক মোঃ নুরুন্নবী (৪২) বাদী হয়ে এই মামলাটি করেন। হাতিয়া থানার মামলা নং ০৫। মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে হাতিয়া থানা পুলিশ।
মামলার এজাহারে বাদী মোঃ নুরুন্নবী অভিযোগ করেন,গত ৫ আগস্ট বিকেল আনুমানিক চারটার দিকে তিনি তমরদ্দি বাজারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। নুরুন্নবী আরো বলেন, হামলাকারীরা একই দিন তমরদ্দি বাজারের কয়েকটি দোকানে ও আশপাশের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। ঘটনার পর লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি সুস্থ্য হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
হাতিয়া থানা সূত্রে জানা যায়, মোঃ নুরুন্নবীর করা মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারে আরও ১৩ জনের নাম উল্লেখ সহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার রাতে মোহাম্মদ আলী ও তাঁর পরিবারের চার সদস্যসহ ১৪৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয় হাতিয়া থানায়। ওই মামলা দায়েরের আগে গত রোববার দিবাগত রাতে হাতিয়া পৌরসভার চর কৈলাস গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।