রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক ইয়াছিন আলী (৫৪) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি---রাজিউন। বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ আগষ্ঠ) সকাল ১০টায় ইন্তেকাল করেছেন।
বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাব-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।