বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী ও থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর মত বিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকালে উপজেলা যুবদলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, কাজী ফয়সাল, শিহাব খন্দকার, অ্যাডভোকেট অহিদ, আলমগীর হোসেন মোল্লা, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন, বেলাল মজুমদার, সুবুজ, নূর আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুজ্জামান, আলী হোসেন টিপু প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা যুবদল নেতৃবৃন্দ একে অপরের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।