গাজীপুরের টঙ্গীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে এরশাদনগর এলাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা কোমলমতি শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদনগরের আওয়ামী লীগ নেতা জলিল গাজীর ফাঁসি দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯নং ওয়ার্ড বিএনপি নেতা কামরুল ইসলাম কামু। এতে আরও উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী, আলাউদ্দিন, আশেক আলী, বেলী বেগম, লাইলী বেগম, জাহানারা বেগম, মাহফুজা মারিয়া, পারুলী বেগম, আক্তার হোসেন, মানিক মিয়া, ফয়সাল হোসেন, মঙ্গল মিয়া, স্বপন, মোবারক হোসেন, নাসির গাজী, নুরুল ইসলাম, বাবুল মিয়া, তারেক মিয়া, হিরা, ইয়াসমিন, সোহেল, বাবু প্রমুখ।
পরে ৪৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে এরশাদনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বক্তারা বলেন, জলিল গাজীর ইন্ধনে নিরপরাধ কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মাদ্রাসা ছাত্রদের হত্যা করেছে। আমরা খুনি শেখ হাসিনা ও এরশাদনগরের আওয়ামী সন্ত্রাসী জলিল গাজীকে দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় এনে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।