পঞ্চগড়ের তেঁতুলিয়ায়বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তার ঐতিহাসিক তেঁতুলতলায় মুক্ত মঞ্চে এ দুয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক তাজ উদ্দীন, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মিয়া।
সভাপতির বক্তব্য উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের দীর্ঘ ১৬ বছর সৈর শাসনের পর ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারকে গণ অভ্যূত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মত এ দেশ স্বাধীনতা অর্জন করে দেশের সাধারণ মানুষ গণতন্ত্র ও মুক্ত বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই এ স্বাধীনতা ধরে রাখার জন্য দলীয় কর্মীদের জনকল্যানে কাজ করার আহবান করেন। এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস, তার দীর্ঘায়ু সুস্থতা কামনা এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাও. মো. আরশাদ আলী। শেষে তাবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।