কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা দৈনিক যুগান্তর প্রতিনিধি, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক মুন্সি আ.হেকীম কারিগরি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ারদারের মা বেগম নূরজ্জাহান হক (৭৬) বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি--- রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামি কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর, হয়বত নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমান আকন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।