ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারিপাড়া দূর্গা মন্দির পরিদর্শন শেষে মন্দির চত্বরে সনাতন সম্প্রদায়ের সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ঈসমাইল হোসেন সোহেল, সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, গফরগাঁও পৌর শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মোজাম্মেল হক শামীম, যশরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আরিফুল হক, বিশিষ্ট আলেম সুলতান আহমেদ জুনাইদী, গফরগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় জামায়াতের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সব ধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।