যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যে (মেম্বার) তালিমুল ইসলাম খাঁনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন - ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৪০), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে মেহেমিদ খাঁন (৪) ও তাদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছে ওবায়দুল খাঁন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে ইউপি সদস্য (মেম্বার) তালিমুল তার স্ত্রী সন্তানের সাথে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত অনুমান ২ টার দিকে ঘুমিয়ে ছিলেন। তখন কে বা কারা বাড়ির বাইরে থেকে দরজায় সিটকানি আটকিয়ে জানালা দিয়ে দেয়। এরপর দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন ইউপি সদস্য ও পরিবারের সদস্যদের আত্মচিৎকারে তালিমুলের ছোট ভাই তাদের বাাঁচাতে আসলে তিনি আগুনে দগ্ধ হন। পরবর্তীতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাদের সবাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। আহত তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, সকালে জানতে পারি কাগমারি গ্রামে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ১৫/০৮/২০২৪ইং।