ভোলার দৌলতখান - বাংলাবাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বাংলাবাজার উপশহর এলাকার পূর্ব পাশে চাউলতাতলা নামক গোডাউন সংলগ্ন সড়কে এদূর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার বিকালে নিহত মো. রিয়াজ উদ্দিন একজন প্রাণি সম্পদ পল্লী চিকিৎসক। সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় মাথায় গুরুতর আহত হলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত মোঃ রিয়াজের পিতার নাম আবুল কালাম কুতুব। উপজেলার চরখলিফা ইউনিয়নের পশ্চিম দিদারউল্যাহ ৫নং ওয়ার্ডের কুতুবুল্লা বাড়ি। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে দৌলতখান থানা পুলিশ সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।