বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বৃহষ্পতিবার (১৫ আগষ্ট) বিকালে হাতিয়া উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান সড়কে প্রায় ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচিতে হাতিয়া বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, আবুল বাশার হাওলাদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরফিন আলী, রুস্তম, বাবার আজম, শ্রমিক দলের আবুল কাশেম ও সম্পদ প্রমূখ। সারা দেশের ন্যায় অবস্থান কর্মসূচিতে বক্তারা পতিত সরকারের নানা অপকর্ম ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করে মানুষ হত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।