পুঠিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে ছাত্রছাত্রীর অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত উপজেলার নন্দনপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন পালন করেন। দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করার জন্য বাধ্য হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমের বিরুদ্ধে মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশ নেওয়া সহকারী শিক্ষক মোজাম্মেল হক,সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন,আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে তার মনোনীত ব্যক্তিদের নিয়ে আড্ডা ব্যন্ত থাকেন। সে নিয়মিত বিদ্যালয়ের আসেনা। সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন (ছুম্মা) এর স্ত্রী মাহবুবা আক্তার রুবি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী বহুবছর এই স্কুলে সুনামের সঙ্গে চাকরি করেছে। অথচ আমার স্বামীকে চক্রান্ত করে মিম বহিষ্কার করেছে। বহিষ্কার বিষয়ে আমাদের পক্ষে দুটি মামলার রায় রয়েছে। তবুও আমার স্বামীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। পরে সে টেনশনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। উপজেলা বিএনপির নেতা এবং সাবেক পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম (জুম্মা) বলেন,ওই প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বহু ঘটনা রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম সাবেক পুঠিয়া-দুর্গাপুর আসনের এমপি আবদুল ওয়াদুদ দারার আত্মীয় শরিফ কাজীর সঙ্গে সমঝোতা করে চরম অনিয়ম দুর্নীতি করেছে। এমনকি ফরম পুরণের অতিরিক্তি অর্থ গরীবদের নিকট হতে নিয়েছেন। স্কুলের টেস্ট পরীক্ষায় ছাত্রদের ফেল করিয়ে প্রতিটি বিষয়ে অতিরিক্ত ১ হাজার টাকা করে জোরপূর্বক আদায় করেছে। তারপর সে শিক্ষক,কর্মচারী নিয়োগ দেওয়ার ব্যাপারে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক,কর্মচারী নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার মতো তার অভিজ্ঞতা নেই কিন্তু শিক্ষক হয়েছেন। মুরাদ নামের একজ এসএসসি পরীক্ষায় ১.৮০ পয়েন্ট পেয়েছেন। তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে আ.লীগের এমপিরা কোটি কোটি টাকা লোপাট করেছেন। এ ব্যাপারে নন্দনপুর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম বলেন,সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম (জুম্মা) সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকায় আজ ছাত্রছাত্রীদের জোরপূর্বক আমার বিরুদ্ধে মানববন্দন করায়েছেন। অনেক ছাত্রছাত্রীরা মানববন্দন বিষয়ে কিছুই যানে না। অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বিষয়ে অস্বাীকার করে বলেন, আমি বিদ্যালয়ের অন্যায় কাজ করিনি।