ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহাত্যাকারি খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ফকিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫আগস্ট বৃহস্পতিবার বিশ্বরোড মোড় সংলগ্ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করে। বিএনপি'র অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি ইফতেকার আহমেদ পলাশ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোবাস্বর হোসেন, যুবদলের আহ্বায়ক শেখ মুশফিকুর জামান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রাজু আহমেদ, কৃষকদল সদস্য সচিব মোড়ল জাকির হোসেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সভাপতি মীর মোশারফ, তাঁতীদল সভাপতি শেখ এনামুল কবির, সাধারণ সম্পাদক শেখ কারুজামান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পলাশ। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন তুরানী, উপজেলা মহিলাদলের সভানেত্রী কলিনা ইসলাম, সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, এস এম অ্যাডভোকেট সায়েম, যুবদল নেতা শেখ শরিফুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম সাগর,ইমদাদ হোসেন মুন্না, আশিকুর জামান, সবুজ জয়নাল আবেদীন, মিরাজুল, মিঠু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।