কিশোরগঞ্জের জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় বিনএপির সাংগঠনিক সম্পাদক সিআইপি শরিফুল আলম বিশাল জনসভায় বলেন, যারা দলের ভাবমুর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারকে আমরা ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেও ক্ষমতাচ্যুত করতে পারেনি। শত শত ছাত্রদের শহীদের বিনিময়ে ফ্যাসিবাদ সরকার ক্ষমতা থেকে পালাতে বাধ্য হন। তিনি বলেন, গত ১৬ টা বছর আমি এবং আমার নেতাকর্মীরা জেল জুলমের স্বীকার হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাসিয়ে জেল খাটিয়েছে। অনেক নেতা গুম ও হত্যার স্বীকার হয়েছে। বিশাল জনসভা শেষে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গত বৃহস্পতিবার কুলিয়ারচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভার সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা বিনপির সভাপতি ও কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, যুব দলের আহ্বায়ক আযহার উদ্দিন লিটন, মাসুদ রানা প্রমুখ।