গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের ২৫ বছরের পুরানো কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে প্রায় সকল সাংবাদিকের উপস্থিতিতে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, সর্বশেষ ১৯৯৯ সালে কাপাসিয়া প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছিল। তার পরে নানা অজুহাতে নতুন কার্যকরী কমিটি গঠন করা সম্ভব হয় নি এবং নতুন কোনো সদস্য নেওয়া হয় নি। এরই মাঝে কার্যকরী কমিটির অনেকেই সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন এবং বহিষ্কৃত হয়েছেন। ফলে বর্তমানে প্রেসক্লাবের কার্যকরী কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার রাতে প্রথম অধিবেশনে উপস্থিত সাংবাদিকদের তোপের মুখে ওই কমিটির সভাপতি সঞ্জিব কুমার দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক সামসুল হুদা লিটন ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন খান বকুলের কাছে সর্বময় ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। পরে দ্বিতীয় অধিবেশনে প্রতিষ্ঠাতা সভাপতি উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা করে সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কাপাসিয়া প্রতিনিধি এফ.এম কামাল হোসেনকে আহ্বায়ক ও দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মো.আ.কাইয়ুমকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নিয়মিত কমিটি গঠন করে দলমত নির্বিশেষে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।