ময়মনসিংহের গফরগাঁও থানার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁঞা পিপিএম বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীনের সার্বিক নির্দেশনা মোতাবেক গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনূজ্জামান খান এর নেতৃত্বে গত মঙ্গলবার শুরু করায় থানা পুলিশের সকল ষ্টাফদেরকে নিয়ে পুলিশি কার্যক্রম শুরু করেন। বেশ কিছুদিন কর্মবিরতির পর সকল কিছুকেই পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পুলিশি কার্যক্রম শুরু করায় তাদের ফুলেল শুভেচ্ছা জানায় ছাত্র- জনতা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় কালে পুলিশ সদস্যরা নব উদ্যমে জনতার বাহিনী হিসেবে কাজ করতে ছাত্র-জনতার সহযোহিতা কামনা করেন। বিগত আওয়ামী লীগ সরকার বে-আইনী ভাবে পুলিশ বাহিনীকে জনগনের প্রতিপক্ষ তৈরী করার কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর নিরাপত্তাসহ ১১দফা দাবীতে কর্মবিরতে যান পুলিশ সদস্যরা। এতে সড়কের পাশাপাশি পুলিশশূন্য হয়ে পড়ে থানা গুলো। পরে উধ্বর্তন কতৃপক্ষের আশ্বাসে প্রায় এক সপ্তাহ পর মঙ্গলবার দুপুরে সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ কাজে যোগদান করেছেন। এ উপলক্ষে দুপুরে গফরগাঁও থানার সকল পুলিশ সদস্যগণ পোশাক পরিধান করে থানা ক্যাম্পাসে অবস্থান করেন। এ সময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনূজ্জামান খান গফরগাঁও থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা সবাই সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। গফরগাঁও থানার আপামর মানুষের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বিদ্যমান তা বিরল ও প্রশংসনীয়। টানা কয়েকদিনের বিরতির পর আমরা কার্যক্রম শুরু করেছি। নতুন বাংলাদেশে আমরা ও আপনাদের স্বাগত জানাই। পুলিশ জনগনের বন্ধু, তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত, এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।