বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কমর্সুচী পালিত হয়। সকাল থেকে কেশবপুর শহরে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল শহরের বিভিন্ন সড়কে মিছিল করে অবস্থান কমর্সুচীতে অংশ নেন। থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রভাষক আবদুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আবদুল হালিম অটল,যুবদল নেতা আলমগীর হোসেন, আবদুল গফুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।