সিরাজগঞ্জের রায়গঞ্জের রাস্তা বন্ধ করে বসতবাড়ির সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে বসতবাড়ির সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগে ১৪ আগস্ট রবিউল আওয়াল জোসনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে নুর মোহাম্মদের ছেলে মো. ইউছুফ আলী। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইউসুফ আলীসহ তার প্রতিবেশী প্রায় ১৫-২০ টি পরিবার চান্দাইকোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বসবাস করে আসছে। তাদের মহল্লা থেকে সরকারি রাস্তায় যাতায়াতের জন্য এলাকাবাসীর জায়গাহ অভিযুক্ত রবিউল আওয়াল জোসনা তার রাস্তার অংশের জায়গায় জোর পূর্বক মহল্লাবাসীর একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা দেওয়াল নির্মাণ করে চলেছে। যার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোন দিকনির্দেশনা দেয় নাই। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত এলাকাবাসী যাতায়াত করছে। এলাকার সচেতন মহল জানায়, সকল সমস্যা নিরসন করে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি। এ বিষয়ে আছিয়া বেগম নামে স্থানীয় বাসিন্দা বলেন, আমার বাড়ির ওয়াল ঘেঁষে প্রাচীর নির্মাণ করায় চলাচলের রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি এর সমাধান চাই। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, এর একটা সমাধান হওয়া দরকার। সেখানে যারা বসবাস করছে তাদের বিষেয় মানবিক দৃষ্টি দেওয়া দরকার। প্রাচীর নির্মাণের কথা স্বীকার করে অভিযুক্ত রবিউল আওয়াল জোসনা বলেন, আমি যে জায়গায় প্রাচীর তুলেছি, সেটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এছাড়াও, আমি চলাচলের জন্য আলোচনা করে একটা অংশ রাস্তার জন্য রেখে প্রাচীর নির্মাণ করছি। এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এ-সংক্রান্ত লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।