বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ রাজশাহীর বাগমারার আহত রায়হানের চিকিৎসার দায়ভার নিতে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে দাবী জানিয়েছেন আহতের পরিবারের সদস্যরা। একই দাবী জানান তার এলাকাবাসী।
আহত রায়হান আলী উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের খয়বর আলীর ছেলে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা আর্থিক ভাবে সহযোগীতা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এসময় উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন আহত রায়হান ও তার পরিবার। অর্থনৈতিক সমস্যার কারণে ভাল চিকিৎসা নিতে পারছেন না বলে জানিয়েছেন আহত রায়হানের বাবা খয়বর আলী। ছেলের শরীরের দুই অংশে গুলি প্রবেশ করে। গুলি বের করা হলেও ক্ষতস্থান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাতিলা গ্রামের ঢাকায় গুলিবিদ্ধ আহত রায়হান আলীকে আর্থিক সহায়তা করেন যুবদল নেতা ও ব্যবসায়ী রকিবুল ইসলাম সিদ্দিকসহ অন্যরা। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির নেতৃবৃন্দ চিকিৎসার জন্য আর্থিক ভাবে সহায়তা প্রদান করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে রনি, এনামুল, আবদুল আজিজ, লুৎফর রহমান, সানাউল্ল্যাহ মাস্টার, আমিনুল হক, সাহাবুল, মেহের আলী, সামসুল ইসলাম, বাবর আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রায়হান আলী ২০১৮ সালে এইচ,এস,সি পাশ করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানে অর্নাসে ভর্তি হন। কিছু দিন পড়াশুনা করার পর অর্থনৈতিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। পরে তিনি জীবিকা নির্বাহের জন্য আশুলিয়ার একটি বেসরকারী সংস্থাতে চাকরী নেন। দেশ ব্যাপী কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ডাক দিলে তিনি সেখানে যোগ দেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ছঝাত্র-জনতা আনন্দ মিছিল বের করে।
বিকেলে হাজার হাজার মানুষের আনন্দ মিছিলে রায়হানও যোগ দেয়। মিছিলটি আশুলিয়া থানার সামনে আসলে পুলিশ ও আ.লীগ একত্র হয়ে বাঁধা দেয়। এ সময় মিছিলের লোকজনের সাথে পুলিশের বাগবিতন্ডা বাঁধে। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে টিআরসেল নিক্ষেপ করে। ওই সময় পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ বাধ্য হয়ে মিছিলকারীদের সরিয়ে দিতে রাবার বুলেট ও গুলি চালায়। পুলিশের ছোঁড়া দুইটি গুলি রায়হানের বাম পায়ের হাটুর মাঝখানে ও আরেকটি গুলি উরুভেদ করে বেরিয়ে যায়।
তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসক সংকটের কারণে ভার চিকিৎসা না হওয়ার কারণে পরিবারের সদস্যরা ঢাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অর্থনৈতিক সমস্যার কারণে ঠিকমত চিকিৎসা সেবা না পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে চিকিৎসার অভাবে তিনি পঙ্গু হতে পারেন বলে এলাকার সচেতন মানুষ ধারনা করেছেন। এলাকাবাসী উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তিকালীন সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। বর্তমানে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের তার চিকিৎসার খোঁজখবর নিতে বলেছি। আমি গিয়ে দেখে শুনে পরবর্তিতে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।