ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিএনপি এবং বিভিন্ন ধর্মীয় রাজনৈতিকদল ও হিন্দুসম্প্রদায়ের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা হয়। সভায় বক্তব্য রাখেন ঘাটাইল সেনানিবাসের সিইও লেফট্যানেন্ট কর্নেল হামিদ।
তিনি বলেন, আগামীর বাংলাদেশকে একটি স্বচ্ছ, জবাবদিহি ও গণতান্ত্রিক কাঠামোতে আনতে বর্তমান অর্ন্তবতীর্কালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সভায় উপস্থিত সকল দলের নেতাকর্মীদের সহায়তা চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর তাহির, ক্যাপ্টেন সাদমান, লেফট্যানেন্ট অথৈ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গফরগাঁও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, ইসলামি আন্দোলন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারন সম্পাদক শ্রী অনীল রায় প্রমুখ।