বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন তাঁরা।
বুধবার ( ১৪ আগষ্ট) হাতিয়া ওছখালী শহরের বিভিন্ন দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন চিত্র আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে চিত্র আঁকতে কাজ করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হচ্ছে। লেখা হচ্ছে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন ম্লোগান।
শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরতেই শিক্ষার্থীদের এ উদ্যোগ।
শিক্ষার্থী জুই জানায়, আমাদের স্কুলের দেয়ালের চারিদিকে নোংরা ছিল সেগুলো সবাই মিলে পরিষ্কার করছি এবং দেয়ালে বিভিন্নরকম সুন্দর দৃশ্য রং তুলিতে ফুটিয়ে তুলছি।
সাইমুন নামের এক শিক্ষার্থী বলেন, আমি একটি স্কুলের সামনে হার্ট (হৃদয়) এঁকেছি, স্কুলের শিক্ষার্থীরা সেটা দেখে যেন কোনো খারাপ কাজের প্রতি তাদের হার্ট উৎসাহিত না হয়। তারা যেন কাউকে কষ্ট না দেয়।
শিক্ষার্থী আকিল ইকবাল বলেন, আমরা অনেক সময় শুনতে পাই বিভিন্ন কারণে বিভিন্ন জনের কাছ থেকে ঘুষ নেয়া হয়, সেটা বন্ধের জন্য বিভিন্ন ঘুষের বিরুদ্ধে লেখেছি, যাতে সবাই সচেতন হয়।
হাতিয়ার তরুণ সাংবাদিক মো: হানিফ উদ্দিন সাকিব বলেন, এই গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের ত্যাগ তুলে ধরার চমৎকার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে করে দেয়ালের সৌন্দর্যও বর্ধণ হচ্ছে।
এছাড়া শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে হাতিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে ওছখালী মোড়ে পাশে দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন। দেয়াল লিখনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা দেয়ালে লিখনে অংশ নিচ্ছেন