পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৪ আগস্ট) নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রংপুর সিটি বাজারের সামনে অবস্থান কর্মসুচীতে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন এর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ। সমাবেশটি পরিচালনা করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক খুনি শেখ হাসিনা সহ হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবী জানান।