ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে প্রতিবন্ধী অজ্ঞাতনামা (১২) একটি ছেলে পাওয়া গেছে। তার গগায়েররং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট তার গায়ে একটি হাফ হাতা জামা ও পরনে একটি হাফ প্যান্ট ছিল। ১২ আগস্ট মল্লিকপুর বাজারে স্থানীয় লোকজন তাকে দেখতে পায় এবং পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ছেলেটিকে পৌছে দেয়। সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ছেলেটির নাম ঠিকানা পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হন। তখন তিনি প্রতিবন্ধী শিশুটিকে ঝিনাইদহের সরকারি বাক ও শ্রবন প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ে সাময়িক ভাবে রাখেন।
এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান ,মল্লিকপুর বাজারে স্থানীয়রা প্রতিবন্ধী এক শিশুকে আমাদের অফিসে রেখে গেছেন। আপাতত আমারা তাকে ঝিনাইদহে আবাসিক প্রতিবন্ধী স্কুলে রেখেছি। তার পরিবারের লোকজনের সন্ধান করা হচ্ছে। আর কেউ যদি এই ছেলেটির পরিবারের কাউকে চিনে থাকেন তাহলে আমার ০১৭১৮ ১৪৬৯৫৫ এই নাম্বারে যোগাযোগ করবেন। অভিভাবকের সন্ধান না পাওয়া গেলে প্রতিবন্ধী এই শিশুটিকে সমাজসেবা আশ্রায়ন কেন্দ্রে পাঠানো হবেও তিনি জানান।