রাজশাহীর দুর্গাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ ও ১৫ আগস্ট সারাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালনের প্রথম দিন রাজশাহীর দুর্গাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকালে দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের প্রধান গেট সংলগ্ন প্রধান রাস্তায় দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন দুর্গাপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, জেলা বিএনপি'র সদস্য ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপি'র সদস্য সচিব জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আক্তারুজ্জামান লাবু, পৌরসভা বিএনপি'র সাবেক সভাপতি আবদুল আজিজ মন্ডল, বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌরসভা বিএনপি'র সদস্য সচিব স্বপন, উপজেলার বিএনপি'র কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জার্জিস হোসেন সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মাসুদ রানা প্রামানিক, রবিউল ইসলাম খাঁন রবিন, ইসরাফিল হোসেন, সাবেক কাউন্সিলার ওবায়দুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি জিয়াউল হক রতন, সাধারণ সম্পাদক আলিপুর টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম পাটোয়ারী সহ উপজেলা, পৌরসভা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন।