ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি মোটরসাইকেল শোডাউন করেছে। বুধবার সকালে কালীগঞ্জ শহরের যশোর রোডস্থ অস্থায়ী কার্যালয় থেকে শোডাউন শুরু হয়। শোডাউনটি শহর থেকে কোটচাঁদপুর সড়ক ধরে ৬নং ত্রিলোচনপুর হয়ে ৫নং শিমলা রোকনপুর, কাষ্টভাঙ্গা, রাখালগাছি, বারোবাজার, রায়গ্রাম, নিয়ামতপুর, কোলা, জামাল, নলডাঙ্গাসহ ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মোটর শোডাউনের নেতৃত্ব দেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এম শহীদুজ্জামান বেল্টু।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেত্রী সাবেক সাংসদ পতœী মুরশিদাজ্জামান পপি, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন বিশ^াসসহ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শোভাযাত্রার আগে অস্থায়ী কার্যালয়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।