পাবনার চাটমোহরে টানা ১২ দিন কর্মবিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন থানা পুলিশ। পুলিশের নতুন করে কর্মে ফেরায় স্থানীয় রাজনৈতিক দল, ছাত্র-জনতা তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন। গত মঙ্গলবার বিকেলে চাটমোহর থানা চত্বরে চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখনের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজাসহ থানার কর্মকর্তা ও পুলিশ কনস্টেবলদের ফুলের শুভেচ্ছা জানান। এ সময় যুবদল নেতা মাসুম, আবুল কালাম আজাদ, পারভেজ, রুবেল, রকিব, জুয়েল, ছাত্রদল নেতা রতন, শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলার নেতৃবৃন্দ চাটমোহর থানা পুলিশকে শুভেচ্ছা জানান। এ সময় জামায়াতের উপজেলা আমীর মওলানা আঃ হামিদ, সেক্রেটারী হাবিবুর রহমান, পৌর আমীর নুরুল আনোয়ার, বায়তুল মাল সম্পাদক মোঃ শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আঃ ছাত্তার মাস্টার, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।