টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলুর নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিএনপি কার্যালয়ে এসে তারা সমাবেশ করে। সমাবেশে যুবদলের আহবায়কের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বাবলু চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আবদুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, সাধারন সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা প্রমূখ। সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত এনে দ্রুত বিচারের দাবী জানান।