বরগুনা-২ আসনের সাবেক এমপি ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম মণি বলেছেন, সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। হিন্দু ভাইদের মন্দির রক্ষা করতে হবে, তাদের উপর কেউকোন হামলা করতে না পারে সেদিকে আপনাদের দৃস্টি রাখতে হবে। শেখ হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। ব্যাংকের টাকা লুটপাট করে সব বিদেশে পাচার করেছে। সবশেষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বুধবার বেলা ১১ টায় পাথরঘাটা ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, অন্তরবর্তিকালিন সরকারকে সবার সহযোগিতা করতে হবে। সাবেক প্রধান মন্তী শেখ হাসিনার পরিবার বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। জয় যে কোন সময় জেলে যেতে পারে টাকা চুরির দায়ে। সভায় সভাপতিত্ব করেন ফারুক চৌধুরী। বক্তব্য রাখেন, পাথরঘটা পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল হক ছগির। উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি নেতা ফজলুল হক মাস্টার, অ্যাডভোকেট নুরুল আমিন, সফিকুল ইসলাম মাহফুজ।