গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও জনমনে স্বস্তি ফিরিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান এ সভায় সভাপতিত্ব করেন। উপজেলার সর্বস্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, বাংলাদেশ হেফাজতে ইসলাম নায়েবে আমির আলহাজ¦ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামাতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মোঃ আবুবকর মিয়া, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জামায়াতে ইসলামের কাপাসিয়ার আমির ফরহাদ হোসেন মোল্লা, সাংবাদিক ও কাপাসিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক এফ এম কামাল হোসেন, ছাত্র আন্দোলনের পক্ষে যুবরাজ ও জুনায়েদ হোসেন, কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া ইমাম পরিষদের সভাপতি মোঃ জালাল উদ্দিন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি সাবেক প্রধান শিক্ষক আনারুজ্জামান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ ওহাব খান খোকা, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি আজমল হোসেন খান, কাপাসিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।