শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাসহ সকল খুনিদের বিচারের দাবীতে ১৪ ও ১৫ আগস্ট দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এবং অশি^নী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন। পরবর্তী সময়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একইস্থানে দিনব্যাপী কর্মসূচি পালন করেন। অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অশি^নী কুমার টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।