গভীর রাতে বসত ঘরের সিঁদ কেটে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ঘরের মালামাল চুরি করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে। বুধবার সকালে ওই গ্রামের বাসিন্দা রহমান শিকদার জানান, সংঘবদ্ধ চোরেরা তার বসত ঘরে সিঁদ কেটে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকারসহ নগদ পঞ্চাশ হাজার টাকা ও মূল্যমান মালামাল চুরি করে নিয়েছে। গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, চোরচক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।