নগরীর টিটিসি সংলগ্ন সড়কে শিক্ষার্থীদের তল্লাশিতে প্রায় পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে বিজিবি’র সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক সুমন হাওলাদার নয়নকে (২৭) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে (নয়ন) বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর টিটিসি সংলগ্ন এলাকায় একটি রিকশায় তল্লাশি চালিয়ে চার কেজি নয়শ’ গ্রাম গাঁজাসহ সুমন হাওলাদার নয়নকে আটক করে শিক্ষার্থীরা।