চাঁদাবাজি বন্ধসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল মুক্ত পণ্য নিশ্চিতে নগরীসহ জেলার প্রায় প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ হাট ও বাজারে অভিযান অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। অন্যান্যদিনের ন্যায় বুধবার দিনভর নগরীর একাধিক গুরুত্বপূর্ণ বাজারে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
এসময় বাজারে কোনো প্রকার চাঁদাবাজি হলে সবাই মিলে প্রতিহত করার জন্য ব্যবসায়ীদের আহবান জানানো হয়। এ ছাড়া সঠিক মূল্য নির্ধারণে বিক্রেতাদের ক্রয় রশিদ চেক করেছেন শিক্ষার্থীরা। পরে লভ্যাংশ যুক্ত করে মূল্য তালিকা টাঙিয়ে দেওয়া হয়। চৌমাথা বাজারের ব্যবসায়ী আদেল খান বলেন, সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য বা ভেজাল পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বয়কটের কথা জানিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া কেউ চাঁদা দাবি করলে শিক্ষার্থীসহ সেনাবাহিনীকে অবগত করতে বলেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী হাফিজুর রহমান জানান, নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করছি। পাশাপাশি বিক্রেতারা অতিরিক্ত মূল্য নিলে ক্রেতাদের প্রতিবাদ করার আহবান করেছি। শিক্ষার্থীরা বলছেন, তারা প্রতিটি বাজারে টিম গঠণ করে মনিটরিং অব্যাহত রেখেছে। যাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে।
বাজারের ভোক্তারা শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পোর্ট রোড বাজারের ক্রেতা নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তরুণ প্রজন্মের এই উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তাদের এ ধরনের কার্যক্রম দেখে আমরা মুগ্ধ। পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহারা এবং বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমার বেশ আনন্দ হয়েছে। আমরা এমন উদ্যোমী শিক্ষার্থীদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।
একই বাজারের খুচরা ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীরা বাজারে এসে আমাদের সবগুলো দোকান ঘুরে ঘুরে মনিটরিং করেছেন। কেউ যদি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে তাকে বয়কটের কথা জানিয়েছেন। এ ছাড়া কেউ যদি কোথাও চাঁদাবাজি করতে আসে তাদের (শিক্ষার্থীদের) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।