মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে অনতিবিলম্বে তার অপসারনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডে বৈষম্য বিরোধী শিক্ষক ও কর্মচারী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক নেতা মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক জাকির হোসেন, রিজওয়ানা আক্তার, কামরুল ইসলাম, হাসান বকসি, মাসুদুর রহমান, ইয়াসিন শাহিন, মিনার মাহমুদ, মোঃ শাহিন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিভূক্ত পাওয়ার জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবিসহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিস্তার অভিযোগ রয়েছে। তিনি ঘুষ ছাড়া কোন কাজই যেন বোঝেন না। বক্তারা অনতিবিলম্বে তার (মোয়াজ্জেম) অপসারনের দাবি করেন।