বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) বিকাল ৫টায়, চিতলমারী সদর বাজার ও প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা মোড়ে এসে প্রতিবাদ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ^াস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম অপু সহ নেতৃবৃন্দ। অপর দিকে বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, যুগ্ন আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউনুস বিশ^াস প্রমুখ। সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত ৩দিনের অংশ বিশেষ এই কর্মসূচীতে কোন দল বা গোষ্ঠী বাঁধা গ্রস্তর চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ সময় নেতাকর্মীরা মুহুর মুহু শ্লো-গান দেন।