সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। বিভিন্ন দাবি দেয়া নিয়ে কর্মবিরতি পালন করে দেশের সব পুলিশ সদস্যরা। অবশেষে কর্মেস্থলে ফিরেছে তারা। ভুল-ত্রুটি শুধরে নতুন ধারায় কার্যক্রম শুরু করবে বলে জানায় পুলিশ। গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গফরগাঁও থানা ক্যাম্পাসে ওসি মোঃ শাহিনূজ্জামান খানসহ অন্যান্য পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ফুলেল শুভেচ্ছা পেয়ে থানার পুলিশ সদস্যরা আনন্দিত হয়ে বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে। ভুল-ত্রুটি শুধরে আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা এমনটাই প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবদুল করিম, উপজেলা জামায়াতের আমীর ঈসমাইল হোসেন সোহেল ও সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও সেক্রেটারি মোজাম্মেল হক শামীম, জামায়াত নেতা মাহমুদুল হাসান, মাওলানা আরিফুল হক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, গফরগাঁও থানা সভাপতি মনিরুজ্জামান ও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।