আওয়ামী সরকারের পদত্যাগের এক দফা দাবীর ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে কয়েক শত আন্দোলনকারীকে হত্যার প্রতিবাদ ও হত্যায় জড়িতদের বিচারের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় পোস্ট অফিস রোডে অবস্থানকালে এক সভায় বক্তারা বলেন এক দফার ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে স্বৈরাচারী শেখ হাসিনার হুকুমে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে। হাসিনাসহ যারা ওই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য শেখ শহিদুল্লাহ শহীদ, সাইদুল ইসলাম কিসমত, আফজাল হোসেন টিপু, সরোয়ার হোসেন, সরদার কামরুজ্জামান চাঁন প্রমুখ। এ সময়ে যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে আন্দোলনে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।