বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কচুয়া উপজেলা শাখার আয়োজনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বন্দী মনিরুল ইসলাম খান এর মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বিকাল ৫ টায় কচুয়া জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কচুয়া জিরো পয়েন্টে এসে জরো হয়ে সমাবেশে অংশ নেয়। এ সময় কচুয়া উপজেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মিথ্যা মামলা থেকে মনিরুল ইসলাম খানের মুক্তির দাবি জানান।