ধর্মীয় সম্প্রীতি ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর কোথাও কোনো অরাজকতা, লুটপাট, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তাকে ছাড় দেওয়া হবেনা। আমরা চাই পাহাড়ে সকল সম্প্রদায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একে অন্যের পাশে দাঁড়াব এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহায়তা করে।
বুধবার (১৪ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ ইমরান, সদর সার্কেল সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ডিবি ওসি মানস বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার সহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরো বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমাল আর যেন কোনো প্রকার ক্ষতি সাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেই ব্যাপারে নজর রাখা হবে বলে জানান পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
দুষ্কৃতিকারী কারো বন্ধু নয় বলে মন্তব্য করে পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরও বলেন, সাধারণ মানুষের জান মাল রক্ষা করতে পুলিশ কোন অপরাধিকে ছাড় দিবেনা। মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ তার দায়িত্ব থেকে বিন্দুমাত্র সড়ে দাঁড়াবে না। তিনি বলেন, এরইমধ্যে সম্প্রীতির শহর রাঙ্গামাটিকে যারা অশান্ত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আইনগত তদন্ত শুরু হয়েছে। অপরাধিদের শাস্তির আওতায় আনা হবে। তাই পুলিশকে সহযোগিতা করার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।