ছাত্র-জনতার ত্যাগ ম্লান করতে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বুধবার (১৪ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা কোনো ধর্মীয় ইস্যুতে হয়নি। ৫ তারিখের পর থেকে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, নির্দেশনা আছে, বিএনপির কারও বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি পয়গাম আলি, স্থায়ী কমিটির সদস্য আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।