গত কয়েক দিনের অতিবর্ষণ ও মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চালসহ বিস্তীর্ণ এলাকা। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। অবিরাম বৃষ্টিতে ফসলি জমি, বীজতলা, শরতকালীন শাক-শবজিসহ বিভিন্ন ফসল এখনো পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলা। এর মধ্যে ৫শ’ হেক্টর বীজতলা সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের। এ ছাড়া নতুন করে দেখা দিয়েছে বীজ সংকট। বীজতলা তৈরির সময় না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে আমন আবাদ। বীজধান না পেলে অধিকাংশ জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা বিভিন্ন এলাকায় ৯২ হাজার ৮শ’ জন চাষীর মাধ্যমে এবার ২৩ হাজার ২শ’ হেক্টর আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য নিয়ে ব্রিধান-৫২, ব্রিধান-৮৭, বিআর-২২ ও বিআর-২৩ জাতের ধান চাষের জন্য এক হাজার ৫শ’ ৯৮ হেক্টর বীজতলা তৈরী করেন বিভিন্ন এলাকার কৃষকরা। কিন্তু টানা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে এসব বীজতলা তলিয়ে হয়ে যায়। এর মধ্যে ৫শ’ হেক্টর বীজতলা সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। প্রতি হেক্টর বীজতলা তৈরী করতে চাষ ও বীজধানসহ সরকারি হিসাবে প্রায় দেড় লক্ষ টাকা খরছ হয়। এই হিসাবে ৫শ’ হেক্টরে সাড়ে ৭ কোটি টাকার বীজতলা ক্ষতিগ্রস্ত হয় কৃষকদের। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। বীজ সংকট থেকে উত্তরণের জন্য সরকারি সহায়তা দাবি করেন এসব এলাকার কৃষকরা।
সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার চর পোড়াগাছা, চর রমিজ, চরআলগী, চরগাজী, চর বাদাম ইউনিয়নের বিভিন্ন এলাকার আমন ধানের বীজতলা হাঁটুসমান পানির নিচে তলিয়ে আছে। এসব বীজতলায় চারা পচন ধরেছে। উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা স্লুইজ গেইট এলাকার কৃষক আবদুল মালেক জানান, ৪৮ শতাংশ জমিতে তিনি বিভিন্ন জাতের প্রায় দেড় মন ধানের বীজতলা করেছেন। এতে বীজতলা তৈরী করতে জমিচাষ ও বীজসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। টানা বৃষ্টিতে তাঁর সব বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে তিনি বড় ক্ষতির মধ্যে পড়েছেন। আবদুল মালেক প্রায় ১৩ একর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ করতেন।
চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের কৃষক হাবিরন মাঝি বলেন, ‘আমি ৩২ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ৩ মন ধানের বীজতলা করেছি। অতি বৃষ্টির পানিতে ডুবে থাকায় সব পচে ও নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকার পানি নামতেছেনা। জমি চাষ নিয়ে দুশ্চিন্তায় আছি।’ কৃষক মো. হান্নান, খুরশিদ মাঝি, শাহাব উদ্দিন, মহিনউদ্দিনসহ স্থানীয় কৃষকরা জানান গত কয়েিেদনের টানা বৃষ্টিতে চর আফজল এলাকার বেশীর ভাগ কৃষকের আমন ধানের বীজতলা পানিতে ডুবে পচে গেছে। এতে করে এবছর আর আমন চাষ করা সম্ভাবনা কম।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা ১ হাজার ৫শ’ ৯৮ হেক্টর জমিতে ব্রিধান-৫২, ব্রিধান-৮৭সহ বিভিন্ন জাতের ধানের বীজতলা করেছেন। এর মধ্যে অতিবৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ৫শ’ হেক্টর জমির বীজতলা সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ২০ হেক্টর জমির আউশধান এবং ৫ হেক্টর জমির পান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে সরকারি হিসাবে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকদের।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া কৃষকদের আমনের বীজতলা সরেজমিনে তিনি দেখেছেন। ক্ষতিগ্রস্ত বীজতলার হিসাব উর্ধত্বন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।