গলাচিপায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জিওসি ৭ পদাতিক ডিভিশন কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মুজাহিদ, কর্নেল তারিক, কর্নেল জাহিদ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বাহালুল আলম, লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমানসহ পদস্থ সেনা কর্মকর্তারা, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, গলাচিপা-দশমিনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মুশফিক আল মুহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পলিষদের প্রতিনিধি, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক প্রতিনিধি। মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, ‘কয়েক দিন ধরে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা তার পুনরাবৃত্তি আর চাইনা। সেনা বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছে। পুলিণ বাহিনীও মাঠে আছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দুষ্কৃতিকারীদের দমন করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন নতুল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সহ্য করা হবেনা।’