রাজশাহীর দুর্গাপুরে মাকে পিটিয়ে হত্যা মামলার বাদী পুত্র আ'লীগ কর্মীর পরিবারের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত পুত্র আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া আওয়ামী লীগ কর্মী সোবাহান আলীর ময়না তদন্ত শেষে সন্ধায় পারিবারিক কবরাস্থানে দাফন সম্পূর্ন হয়েছে। মামলার এজাহার সূত্রে জানাযায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালে দুর্গাপুর উপজেলার ধরমপুর চকপাড়া গ্রামের মৃত খিতো মোল্লার পরিবারের সাথে একই গ্রামের মৃত মুলব মোল্লার পরিবারের গন্ডগোল হয়। এঘটনায় মৃত মুলব মোল্লার পুত্র মকছেদ আলী, রহিদুল ইসলাম, তরিকুল ইসলাম ও স্ত্রী আছিয়া বেগম দেশীয় অস্ত্রনিয়ে মৃত খিতো মোল্লার পরিবারের ওপর হামলা করে পিটিয়ে খিতো মোল্লার স্ত্রী অপিয়া বেগমকে হত্যা করে। এ বিষয়ে রাজশাহী আদালতে অপিয়া বেগমকে হত্যার অভিযোগে মামলা করেন পুত্র সোবাহান আলী। বর্তমানে মামলাটি রাজশাহী আমলী আদালতে বিচারাধীন রয়েছে।
সে সময় থেকে প্রতিপক্ষ মুলব মোল্লার পুত্ররা মামলাটি তুলে নেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে অনুরোধ করে। কিন্তু গর্ভধারিনী মাকে পিটিয় হত্যা করায় মামলাটি তুলতে রাজি হয়না মামলার বাদী পুত্র স্থানীয় আওয়ামী লীগ কর্মী সোবাহান আলী।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার দুইদিনের মাথায় গত ৭ আগস্ট মুলব মোল্লার পুত্র মকছেদ আলী, রহিদুল ইসলাম, তরিকুল ইসলাম ও স্ত্রী আছিয়া বেগম হাসুয়া, চাইনিস কুড়াল, রাম দা নিয়ে মা হত্যা মামলার বাদী আওয়ামী লীগ কর্মী সোবাহানের পরিবারের ওপর হামলা করে সোবাহান আলী (৪৬) সোবাহনের স্ত্রী মিনা বেগম (৪২) ও পুত্র মিনহাজ (২৩)কে কুপিয়ে গুরুতর আহত করে চলে যাই। গুরুতর আহত পরিবারের ৩সদস্যকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় এলাকাবাসী। গত ১৩ আগস্ট সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ কর্মী সোবাহান আলীর মৃত্যু হয়। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আওয়ামী লীগ কর্মী সোবাহান আলীর ময়না তদন্ত শেষে সন্ধায় নিজ পারিবারিক কবরাস্থানে দাফন সম্পূর্ন হয়। মৃত সোবাহান আলীর পুত্র মিনহাজ বলেন, একই ব্যাক্তিদের আক্রমনে আমার দাদী ও বাবাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমার মা মিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করা হবে। আমি প্রশাসনের নিকট আমার দাদী ও বাবাকে হত্যাকারীদের সর্ব্বোচ্চ শাস্তি দাবী করছি।