পিরোজপুরে দরিদ্র পরিবারের এক নারীকে আংশিক গলা কাটাবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর পৌর এলাকার কুমারখালী গ্রামে স্বামী গৃহ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত নারী ওই গ্রামের মুচি দিলিপের স্ত্রী আল্লাদী (৪৫)। পুলিশের ধারনা সে নিজে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবু সিকদার জানিয়েছেন, আল্লাদীর ছেলে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় সে মানসিকভাবে অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়ে। ওই দিন স্বামী দিলীপ ও আল্লাদী ঘরের মধ্যে ছিল। রাত ৮ টার দিকে আল্লাদীর ঘরের সামনে দোকানে থাকা লোকজন তার গলা কাঁটার খবর পেয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। আল্লাদীর পরিবারের সাথে কারও কোন শত্রুতা ছিলনা বলেও তিনি জানিয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রুহিতোষ দাস জানান, গলার সামনের অংশ কেটে গেলেও রক্ত বন্ধ করতে পারায় আল্লাদী আশংকামুক্ত রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, পারিবারিক কোন বিষয় নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে তদন্ত শেষে এ বিষয়ে প্রকৃত ঘটনা বলা যাবে। তিনি জানিয়েছেন ঘটনাস্থল থেকে একটি ব্লেড ছাড়া অন্য কোন ধারালো অস্ত্র উদ্ধার হয়নি।
খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জেলা প্রশাসন ও পুলিশ প্রসাশনের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন মোঃ মিজানুর রহমান ও জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।