আওয়ামী লীগ সরকারের দীর্ঘ আমলের অবসান হওয়ার পর দীর্ঘ প্রায় ১৬ বছর পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপি ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে উম্মূক্তভাবে দলীয় কর্মসূচি পালনের সুযোগ পেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি দোয়া, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও দলীয় কর্মী সভার কর্মসূচি হাতে নেয়ার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে তারা প্রথমবারের মতো ফুলবাড়ী কাছারী মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে উম্মূক্ত কর্মসূচি পালন করে।
এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুবকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকত ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহাবুব মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোরশেদ আলম। বৃষ্টি উপেক্ষা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতশত নেতা কর্মী শহীদ মিনার চত্ত্বরে উপস্থিত হয়ে কর্মসূচীটি সফল করেছেন।