ভোলার দৌলতখান থানার পুলিশ কাজে ফিরেছে। ছয় দিন পর সোমবার সকাল থেকে পুলিশ কাজে ফিরলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পুরোদমে কার্যক্রম শুরু করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন সড়ক ও থানা এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। সরজমিন গিয়ে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল জানিয়েছেন, পুলিশের ১১ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী গত ৬ই আগস্ট থেকে কর্মবিরতি পালন শুরু করে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম. সাখাওয়াত হোসেন পুলিশের সকল যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেন। পুলিশের অধিকাংশ দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন তিনি। গত রোববার রাতে কেন্দ্রীয়ভাবে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তে পুলিশের সকল ইউনিট কাজে ফিরেছে। সোমবার সকাল সাড়ে নয়টায় দৌলতখান থানা মিলনায়তনে উপস্থিত পুলিশদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। পরে নৌ কন্টিজেন্ট কমান্ডার আবদুল্যাহ আল মামুন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান পুলিশের কার্যক্রমে মনোবল ফিরিয়ে আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পুলিশের কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এরপর নৌ বাহিনী ও পুলিশ যৌথভাবে দৌলতখান শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রদর্শন করে মাঠে পুলিশের কার্যক্রমের জানান দেন।