ভোলার লালমোহন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে, শেখ হাসিনা সরকারের গুম খুন অত্যাচার এবং মিথ্যা মামলার ও নৈরাজ্যের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১১টায় লালমোহন চৌরাস্তায় মোড়ে, হাফিজ উদ্দিন এ্যাভিনিউতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহরুখ হাফিজ এর সভাপতিত্বে সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএমপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এ-সময় সাবেক মন্ত্রী, ও ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,আমার জীবনে দুই টা যুদ্ধ জয়ের স্বাদ পেলাম, একটা মহান স্বাধীনতা এবং আরেকটা এই কোঠা বিরোধী আন্দোলনের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ খুনি হাসিনা সরকারের হাত থেকে রক্ষা পেলো। আমি অন্তর্বর্তীকাল সরকারের কাছে আবেদন করি, এই আন্দোলনে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য কিছু করতে হবে এবং প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। লালমোহন ও তজুমদ্দিনে কোন চাঁদা বাজি চলবে না, কোন সংখ্যালঘুদের বাড়িতে যাতে কেউ কোন হামলা করতে না, তাদের রক্ষা করতে হবে, তারা আমাদের ভাই। এ সময় লালমোহন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের পরিবার কে অর্থিক সহযোগিতা করেন সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদি মুক্তযোদ্বা দলের সভাপতি, ইশতিয়াক আজিজ উলফাত, সম্পাদক সাদেক আহমেদ খান, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সম্পাদক আলহাজ¦ রাইসুল আলম, লালমোহন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া ঝান্টু সহ স্থানীয় বিএনপির ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।