রাজশাহীর দুর্গাপুরে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে ছাত্রদলের সহযোগীতায় দুর্গাপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা যুবদলের আয়োজনে ও ছাত্রদলের সহযোগীতায় অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম, সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও দুর্গাপুরে সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতী সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলার পৌরসভা জিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল, উপজেলা চত্বর, দুর্গাপুর বাস¯ট্যান্ড হয়ে ঘুরে জিয়া চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি একেএম মোহাইমেনুল হক রেন্টু, সাধারন সম্পাদক আঃ হান্নান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক জিলহাজ, পৌরসভা যুবদল নেতা শহিদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল সাইফ জীবন, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন রিমন সহ উপজেলা ও পৌরসভা যুবদল ও ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, গত ১২ আগস্ট সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের আহবান জানিয়ে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম, সাখাওয়াত হোসেনের দেয়া বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অতিদ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ সেই সাথে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা এলাকায় যে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠি যদি কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতী সৃষ্টিকারতে চাই তাদের শক্তহাতে প্রতিহত করার ঘোষনা দেন।