বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতনের পর থেকে থানা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাঁরা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে সারা দেশে শুরু হয় ব্যাপক নৈরাজ্য। ডাকাতির পাশাপাশি লুটপাট, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ মানুষের বাসাবাড়িতে হামলা চালিয়ে করা হয় অগ্নিসংযোগ। সেই থেকে রাজধানীসহ সারা দেশে চলতে থাকে ব্যাপক ডাকাতি, ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কাজ। অন্যদিকে ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে দেখা দেয় বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে শুরু থেকে এগিয়ে এসে দায়িত্ব নেন শিক্ষার্থীরা। রাজধানীর নীলক্ষেত, নিউ মার্কেট, কাঁটাবন, শাহবাগ, কারওয়ান বাজার, হাতিরঝিল, বাংলামোটর, মিরপুর রোড, আসাদগেট, রামপুরা ও মোহাম্মদপুরসহ রাজধানীজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শুধু রাজধানীই নয়, ঢাকার বাইরেও বিভিন্ন শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা। শহরকে ভালোভাবে সাজাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের সময় রাজধানীতে বিভিন্ন স্থাপনা-দেয়ালে নানা ধরনের মন্তব্য-স্লোগান লিখেছিলেন শিক্ষার্থীরা। এখন তাঁরাই সেগুলো মুছে ফেলছেন। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেল ও আবর্জনা পরিষ্কারের অভিযানেও নেমেছেন তাঁরা। শিক্ষার্থীরা সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার পর অপরিচ্ছন্নতা দূর করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীকে টিএসসি, লাইব্রেরি চত্বর, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, অপরাজেয় বাংলার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে। এমনকি বিভিন্ন থানায় পুলিশ যোগদানের পর এবং গত সোমবার থেকে রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করলেও তাঁদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন শিক্ষার্থীরা। দেশ ও দশের স্বার্থে শিক্ষার্থীদেরই সবার আগে এগিয়ে আসে, এমন উদারহরণ বাংলাদেশে অতীতেও ছিল। নতুন করে আবার তৈরি হলো। আমরা শিক্ষার্থীদের এরকম নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানাই।