ময়মনসিংহের গফরগাঁওয়ে মাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে হাওয়াখালি গ্রামে নিজ বসত ঘরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের হাওয়াখালী আবদুল খালেকের স্ত্রী। আবদুল খালেক পেশায় একজন জেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গৃহবধূর স্বামী আবদুল খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকা-ের কারণ জানা যায়নি।